ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

তারা হলো, কক্সবাজারের টেকনাফ উপজেলার শিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল মোনাফের ছেলে নুরুল আফসার (২৬) ও একই এলাকার লেদাপাড়া গ্রামের মৃত রেদুওয়ানের স্ত্রী মোছা. নুনু বেগম (৩৬)। ওসি (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চট্রগাম থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,নারী,মাদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত